• সোমবার, ২০ মে ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

১ অক্টোবর এসএসসির টেস্ট পরীক্ষা- প্রশ্ন দেবে যশোর বোর্ড

অনলাইন ডেক্স / ৫১ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোতে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে যশোর বোর্ড। বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যশোর শিক্ষা বোর্ড থেকে এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের সই করা বিজ্ঞপ্তিতে সময়সূচি ও নির্দেশাবলি জানানো হয়।
এতে জানানো হয়েছে, স্কুলগুলোকে বোর্ডের সরবরাহ করা প্রশ্নে এসএসসির টেস্ট পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে। অনলাইনে প্রশ্ন ডাউনলোডের জন্য প্রয়োজনে পাশের প্রতিষ্ঠানের বা কেন্দ্রস্কুলের সহায়তাও নেওয়া যাবে।
এদিকে, এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ