• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা সভাপতি, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বিএনপির সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। ওসি বলেন, মেহেদী আহমেদ রুমী, রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সোহরাব উদ্দিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই সাবেক সংসদ সদস্য। প্রতিদিনই নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা না ছাড়ার জন্য হামলা, মামলা করা হচ্ছে৷ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ