• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

বিশ্বকাপ জিতবে কারা? বলে দিলেন শোয়েব

অনলাইন ডেক্স / ৩৭ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

এবারের বিশ্বকাপ অন্যতম সেরা হতে চলেছে- পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের বক্তব্য এমনটাই। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হয়েছে আগেই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বাতিল হয়েছে। সুপার ফোরে ফের দেখা হবে দুই প্রতিবেশী দেশের। বিশ্বকাপেও হবে ভারত-পাক লড়াই।

শোয়েব আখতার বলছেন, ‘বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে পাকিস্তান। আন্ডারডগ পাকিস্তানই। এই দুই দেশ যখন একে অপরের মুখোমুখি হয়, তখন কেউ আর বিশ্বকাপের কথা বলবে না। সবার মুখে মুখে ঘুরবে ভারত-পাক লড়াইয়ের কথাই। আমার মতে, গত ৫০-৬০ বছরের মধ্যে এটাই সেরা বিশ্বকাপ হতে চলেছে।’

এশিয়া কাপে পাকিস্তানের তিন পেসার দুরন্ত ছন্দে রয়েছেন। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ ভারতের বিরুদ্ধে ঝড় তোলেন।

শোয়েব আখতার বলছেন, বিশ্বকাপে ভালো কিছু করতে হলে তিন পেসার, এক মিডিয়াম পেসার ও দুই স্পিনার নিয়েই নামতে হবে।

শোয়েব আখতার বলছেন, ‘এটা অন্যতম সেরা বিশ্বকাপ হতে চলেছে। আমি চাই ভারত এই বিশ্বকাপের সদ্ব্যবহার করুক। পাকিস্তান আন্ডারডগ হয়েই বিশ্বকাপে নামছে। মিডিয়াম পেসার-সহ তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলতে নামবে পাকিস্তান। ভারত ও ইংল্যান্ডের সাথে পাকিস্তান বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ