• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

দৌলতপুরে নকল ব্যান্ডরোল সহ চার লক্ষ বিড়ি উদ্ধার

অনলাইন ডেক্স / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় নকল ব্যান্ডরোল সহ নকল বিড়ি ও উপকরণ উদ্ধার করা হয়েছে।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২.৩০ টা থেকে শুরু করে বিকেল ৪.০০ টা পর্যন্ত কুষ্টিয়া কাষ্টমস সার্কেল-২ ভেড়ামারার কাষ্টমস সুপার একেএম খালেকুজ্জামান ও তার ৬ জন সঙ্গীর সহযোগিতায় নকল আকিজ বিড়ির বিরুদ্ধে দৌলতপুর উপজেলার কল্যানপুরের শাহাপাড়ায় রবি ও হেদায়েত এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসীমারা পালিয়ে গিয়েছে। তাদের বাড়ীর ভিতর নকল আকিজ বিড়িসহ বিড়ির উপকরন ও ব্যাপক নকল ব্যান্ডরোল উদ্ধার করে কাষ্টমস অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

পরবর্তীতে মামলাসহ নকল বিড়ি বন্ধের ব্যাপারে বিভিন্ন কার্যক্রম হাতে নিবে কাস্টমস কর্মকর্তারা।

এলাকার লোকজন ভয়ে সবাই পালিয়ে যায়। বিড়ির পরিমান ৪০০০০০ শলাকা (চার লক্ষ) এবং অগনিত বিড়ির ঠোস, লেবেল পেপার, ফিল্টার পেপার, সিগারেট পেপার ও নকল ব্র্যান্ডরোল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ