• সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

এশিয়া কাপ – উদ্বোধনী ম্যাচে থাকছে বাংলাদেশ

অনলাইন ডেক্স / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মাঝে একদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের হাইব্রিড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৩০ আগস্ট মাঠে নামবে পাকিস্তান ও নেপাল। বুধবার (৩০ আগস্ট) মুলতানে দুই দল এবারের এশিয়ান শ্রেষ্ঠত্বের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে অবশ্য এর পরদিন।

ক্যান্ডির পাল্লেকেল্লেতে আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে পাকিস্তানে হওয়া উদ্বোধনী ম্যাচেও থাকছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।

মুকুলের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গেফানি। গ্রুপ পর্বে শুধু এই একটি ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল। আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন মুকুল। গত এশিয়া কাপে দারুণ আম্পায়ারিং করে সুনাম কুড়িয়েছিলেন মুকুল। যদিও এবার গ্রুপ পর্বে এক ম্যাচের বেশি পাচ্ছেন না তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ