• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

কুমারখালীতে ইলিশ ধরায় তিন জেলেকে জরিমানা

অনলাইন ডেক্স / ২৩ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থেকে প্রায় তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার কয়া ইউনিয়নের বেরকালুয়া বাজার এলাকায় আদালত পরিচালনা করা হয়।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, থানার পুলিশ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন – কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের নাদের মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (২৯) এবং পাবনা সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের মৃত কাশেম প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক (৩০) ও আশরাফ প্রামাণিক (২৭)।

এতথ্য নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, আইন অমান্য করে পদ্মানদীতে ইলিশ ধরায় মৎস্য সংরক্ষণ আইনে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা সরবরাহ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ