• রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতা / ২৫ Time View
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন মেলা। এতে অংশ নিতে কুষ্টিয়ার ছেঁউরিয়ার লালন আখড়াবাড়িতে দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছে হাজার হাজার ভক্ত-অনুসারী, বাউল, সাধু আর বিদেশী লালনভক্তরা। কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে বানানো হয়েছে কয়েক শ’ অস্থায়ী থাকার জায়গা ও দোকান।

১২৯৭ বঙ্গাব্দের ১লা কার্তিক (১৭ অক্টোবর, ১৮৯০) কুষ্টিয়ার শহরতলি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যু হয় উপ-মহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের। তার মৃত্যুর পর থেকে লালন অ্যাকাডেমি ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে।

লালন অ্যাকাডেমির অ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান বলেন, তিরোধান দিবস উপলক্ষে লালন মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী লালন মেলা হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, লালন মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ