• সোমবার, ২০ মে ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ নেই : মির্জা ফখরুল

অনলাইন ডেক্স / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বেগম খালেদা জিয়ার কিছু হলে এর সমস্ত দায় দায়িত্ব সরকার নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করার সুযোগ নেই, তাকে বিদেশে চিকিৎসা না দিতে গেলে পরিণতি ভালো হবে না।”

আজ মঙ্গলবার দুপুরে চেয়াপারসনের গুলশান কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে, কোন শর্তের বিনিময়ে বিএনপি আগামী নির্বাচনে যাবে কিনা?- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পরিষ্কার কথা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, কোনো শর্ত বা আপসের প্রশ্নেই আসে না।

১/১১ সরকারের সময়ে জরুরি আইনের মধ্যেও শেখ হাসিনা একজন ওয়ারেন্টের আসামি হিসেবেও বিদেশে চিকিৎসা নিয়েছে- এখন তারা খালেদা জিয়ার ব্যাপারে আইনের ভুল ব্যাখ্যা করছে বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, নিয়মতান্ত্রিকভাবেই আন্দোলন করব, এরপরও যদি সরকার বাধা দেয়, তাহলেও আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ