• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন- সভাপতি-সাগর সম্পাদক রিপন

নিজস্ব সংবাদদাতা / ৩৩ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

উৎসবমুখর ভোটযুদ্ধের মাধ্যমে  ঐতিহ্যবাহী  কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২৩-২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল-মামুন সাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।

কুষ্টিয়া প্রেসক্লাবে ৯৬ ভোটারের মধ্যে ১৯ পদের বিপরিতে দুই পরিষদে ৩৮ জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন। এতে আল মামুন সাগর ও আবু মনি জুবায়েদ রিপন পরিষদে ১৫ জন বিজয়ী হন তারা হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল-মামুন সাগর সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে , দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন সাধারণ সম্পাদক পদে ৫৩ ভোট পেয়ে, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু সহ-সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে, মাইটিভি ও দৈনিক হওয়ার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ  ও আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত যুগ্ম সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে, দৈনিক সূত্রপাত  পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম দপ্তর সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান  প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক  পদে ৫৫ ভোট পেয়ে, দৈনিক দিনের শেষে পত্রিকার জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্যের মধ্যে সব থেকে বেশি ৫৪  ভোট পেয়ে এক নং নির্বাহী সদস্য নির্বাচিত হন কুষ্টিয়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার  প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেক আই এর জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু এছাড়া দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক পি.এম. সিরাজুল ইসলাম নির্বাহী সদস্য পদে ৫২ ভোট পেয়ে, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক আব্দুল জিহাদ নির্বাহী সদস্য পদে ৪৮ ভোট পেয়ে, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল কাদের নির্বাহী সদস্য পদে ৫২ ভোট পেয়ে, দৈনিক মানবজমিন ও বাংলা বেতারের জেলা প্রতিনিধি দেলোয়ার মানিক নির্বাহী সদস্য  পদে ৪৮ ভোট পেয়ে, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস.এস.রাশেদ নির্বাহী সদস্য পদে ৪৯ ভোট পেয়ে, সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্তর প্রকাশক ও সম্পাদক খালিদ হাসান সিপাই  নির্বাহী সদস্য পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন এছাড়া তারিকুল হক তারিক ও শরীফ বিশ্বাস পরিষদে ৪ জন নির্বাচিত হন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কুষ্টিয়ার দর্পণ পত্রিকার সম্পাদক মুজিবুল শেখ ৪৮ ভোট পেয়ে, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি এম লিটন-উজ-জ্জামান ৪৯ ভোট পেয়ে, দৈনিক বাংলাদেশ বার্তার প্রকাশক ও সম্পাদক আবদূর রশিদ চৌধুরী নির্বাহী সদস্য পদে ৫১ ভোট পেয়ে  দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক  মোহাম্মদ আলী জোয়ারদার  নির্বাহী সদস্য পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন।

এর আগে সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকেল ৩ টাই, কুষ্টিয়া প্রেসক্লাবের ভোট পরিদর্শন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

ভোট গণনা শেষে সন্ধা সাড়ে ছয়টায় জেলা পরিসংখ্যান অফিসার সৌখিন কুমার রিটার্নিং কর্মকর্তা হিসেবে ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ