• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব সংবাদদাতা / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ ছয়জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।

সোমবার (১১ সেপ্টেম্বর) দেয়া বিবৃতিতে তিনি বলেন, ‘১১ সেপ্টেম্বর দুপুরে চুয়াডাঙ্গা পুরাতন জেলখানার সামনে থেকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হুমায়ুন কবির, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মহসিন আলী ও ড্রাইভার মিনারুল ইসলাম রিপনকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি বৈধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার চরম অন্যায়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সরকারের জুলুম-নির্যাতন চরম আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাড়ি-ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। অনেকের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে থাকা বৃদ্ধ পিতা-মাতা ও শিশুদের নাজেহাল করা হচ্ছে। পুরনো রাজনৈতিক সাজানো মামলাগুলো সচল করে বিরোধীদলের নেতাকর্মীদের দ্রুত সাজা দেয়ার তোড়জোড় শুরু হয়েছে। সারাদেশে দমন-পীড়ন চালিয়ে এক ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। অতীতে কখনো এমন চরম নির্যাতন দেখা যায়নি। দমন-পীড়ন চালিয়ে জনগণের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে জুলুমবাজ সরকার পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ।’

‘অবিলম্বে এসব অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিনসহ ছয় নেতাকর্মী এবং সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতার সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ