• সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

পাবনায় ৭শ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

অনলাইন ডেক্স / ৫২ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মনিরুল ইসলাম পাবনা প্রতিনিধি, শিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাতে পাবনায় ৭শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্ত্বরে এ বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. আবদুল খালেক। জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। এসময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। একই সাথে তাদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা। অর্জিত শিক্ষাকে দেশের ইতিবাচক উন্নয়নে নিয়োজিত রাখার পরমার্শ দিয়ে বক্তারা বলেন, শিক্ষার সাথে দীক্ষা ও বিদ্যার সাথে বিনয় নিয়ে শিক্ষার্থীরা আগামীর পথ চললে প্রত্যেকেই দেশের অর্জনে বড় ভূমিকা রাখতে পারবে এবং মানুষ হতে পারবে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, এলজিআরডি’র উপজেলা ব্যবস্থাপক শাম্মী আক্তার, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাপ হোসেন, চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাকো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, প্যানেল চেয়ারম্যান আইরিন কিবরিয়া কেকা ও সংরক্ষিত সদস্য আনোয়ারা আহমেদ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ