• শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

এশিয়া কাপে পাকিস্তান -বাংলাদেশ কাল মাঠে নামছে

অনলাইন ডেক্স / ৪১ Time View
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরে কাল শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। তবে মাঠে নামার আগের দিন আজ (মঙ্গলবার) বড় দুঃসংবাদই পেয়েছে টাইগার শিবির।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ। আগের ম্যাচে সেঞ্চুরির পর পায়ের পেশিতে টান পড়ে বাঁ-হাতি এই ব্যাটারের। তবে তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটি এখনও নিশ্চিত নয়। এদিকে শান্ত বাদ পড়ায় নতুন করে দলে যুক্ত হয়েছেন লিটন দাস। এর আগেই টাইগার এই ওপেনার পাকিস্তানে পৌঁছে গিয়েছেন

বাংলাদেশ শিবিরে ইনজুরির ধাক্কা থাকলেও পাকিস্তান শিবিরে নেই কোনো সমস্যা। বাবর আজমের দলের সব ক্রিকেটারই পুরো ফিট আছেন। যদিও লিটন দাস ফেরায় ওপেনিং নিয়ে টাইগার ম্যানেজমেন্টের কিছুটা দুশ্চিন্তার মেঘ কেটেছে। কেননা শাহিন আফ্রিদি, নাসিম শাহ কিংবা হারিস রউফের মতো তারকা পেসারদের সামলানোর দায়িত্ব তো শুরুতে ওপেনারদেরই নিতে হবে।

অবশ্য পাকিস্তানের ঘরের মাঠ বলে কথা, সে কারণে তারাই ফেবারিট। বাবরের দল ওয়ানডেতে সম্প্রতি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে। যদিও ছেড়ে কথা বলবে না টাইগাররাও। আফগানদের বিপক্ষে দেখানো দাপুটে মনোভাব নিয়েই পাকিস্তানের মোকাবিলা করতে চাইবেন সাকিবরা।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ দলের জন্যও থাকছে বড় সুযোগ। বিশেষ করে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের জয়ের স্বাদ নেওয়ার সম্ভাবনা হাতছানি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ