• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

ইয়থ ডেভলপমেন্ট ফোরামের সেলাই মেশিন প্রদান

মাহমুদ শরীফ / ৫০ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের সহযোগিতায় ১০৫ তম সেলাই মেশিন প্রদান করা হয়েছে। “জীবিকা প্রজেক্ট”এর অধীনে কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের কর্মক্ষম নারী  মোছাঃ ঈশনা খাতুনকে এই সেলাই মেশিন প্রদান করা হয়। এই সেলাই মেশিন এর মাধ্যমে অর্জিত অর্থ দিয়েই এগিয়ে যাবে তাদের ৪ সদস্যের পরিবার। দক্ষিন কোরিয়া প্রবাসি মোল্লা মারুফ এর অর্থায়নে সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর চত্বরে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবেএই মেশিন তুলে দেওয়া হয়। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের এর চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা আশিকুল ইসলাম চপল এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান  অধ্যাপক জিল্লুর রহমান মধু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার লিটন আব্বাস, কবি, সাংবাদিক, শিক্ষক ও খতিব মাহমুদ শরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পলাশ মাহমুদ, সাংবাদিক তানভির লিটন, সোহাগ মাহমুদ খান, সমাজকর্মী মোঃ ইসরাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইয়থ ডেভলপমেন্ট ফোরাম চেষ্টা করে যাচ্ছে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে থাকতে। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা থাকলে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবো। বক্তারা  আরো বলেন,  জীবিকা প্রজেক্টে আপনারা অনুদান দিয়ে সাহায্য করুন, একজন মানুষ কে মাথা উঁচু করে দাঁড়াতে এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ