• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার প্রত্যয় বিএনপির

অনলাইন ডেক্স / ৪৫ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

গণতান্ত্রিক আন্দোলনে আরও ত্যাগ স্বীকারের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। এজন্য আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, জনগণকে নিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করতে পারলে ক্ষমতাসীনদের প্রতিটি অপকর্মের বিচার হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে দলটির নেতাকর্মীরা এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এই সমাবেশ আয়োজন করে। এসময় সভাপতির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতাসীন সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে রাজপথে আছি আমরা। এটি গণতান্ত্রিক আন্দোলন, এটা চলবে।

অন্যান্য নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে বর্তমান সরকার। বিএনপিকে চাপে রাখতেই এমনটা করা হয়েছে। তবে এভাবে আর আমাদের দমিয়ে রাখা যাবে না। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এতে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

সমাবেশের পর র‌্যালি বের করে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেটি শুরু হয়। ফকিরাপুল মোড়-নটর ডেম কলেজ-মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে তা শেষ হয়। এর আগে সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা দলীয় সংগীতসহ জিয়াউর রহমানকে নিয়ে গান পরিবেশন করেন। এতে হাজার হাজার নেতাকর্মী উৎসাহিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ