• সোমবার, ২০ মে ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

বিকাশ প্রতারক আজাদ আটক

নিজস্ব সংবাদদাতা / ৪০ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

কুষ্টিয়ার মিরপুরে আজাদ মল্লিক (৩০) নামে বিকাশের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫আগস্ট) দুপুরে মিরপুর নতুন বাজারে অবস্থিত স্থানীয় মোবাইল মেলা নামে একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়।

মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রতাপ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আজাদ মল্লিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের সামছের মল্লিকের ছেলে।

স্থানীয় মোবাইল মেলার মালিক রাজিবুল আলম জানান, কয়েকদিন আগে এই প্রতারক বিকাশে টাকা পাঠানোর নাম করে দোকানে আসে। এরপর খাতায় টুকে রাখা বিকাশের নাম্বারগুলো কৌশলে সে মোবাইলে ছবি তুলে নিয়ে যায়। পরে সেটি সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হয়। তিনি আরও জানান, এই প্রতারক আজাদ মল্লিক শুক্রবার পুনরায় বিকাশে টাকা পাঠানোর কথা বলে মোবাইলে ছবি তুলতে আসে। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করে সে এই প্রতারণার সঙ্গে যুক্ত। এরপর মিরপুর থানা পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গতবছর ডিসেম্বরে মোবাইল মেলা দোকান থেকে একই কায়দায় আরেক প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ