• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে কারাদণ্ডে জামায়াতের নিন্দা

অনলাইন ডেক্স / ৪২ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান।

তাতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। শফিক রেহমান এবং মামুদুর রহমান দুজনই বলিষ্ঠ কলম সৈনিক। তারা বর্তমান ফ্যাসিস্ট সরকারের অপকর্মের বিরুদ্ধে সদা তৎপর ছিলেন, আর এজন্যই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসাবশত এই রায় প্রদান করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, অবিলম্বে প্রবীণ সাংবাদিক জনাব শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে প্রদত্ত সাজা বাতিল এবং দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ