• সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

ডিমের বাজারে অস্থিরতা

অনলাইন ডেক্স / ৩৯ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

দেশে কয়েক দিন ধরে ডিমের বাজারে অস্থিরতা চলছে। প্রতি ডজন‌ ডিম বিক্রি হচ্ছে ১৭৫ টাকা। এমন অবস্থায় প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার(১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কী পরিমাণ ডিম উৎপাদন হচ্ছে, বাজারে চাহিদা কেমন, ঘাটতি কত, এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের কিছুই জানায়নি। এমনকি ডিমের উৎপাদন খরচ কত এবং কত টাকা দাম নির্ধারণ‌ করা উচিত সেটাও তারা বলেনি। তারা যদি এসব তথ্য আমাদের দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে।

টিসিবিতে চিনি না থাকার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি। এ ছাড়া চিনি পাওয়াও যাচ্ছে না। তাই কিছু দিন এটি দেওয়া হচ্ছে না। বিকল্প বাজার‌ থেকে চিনি কেনা হয়েছে, আশা করি দ্রুত টিসিবির মাধ্যমে চিনিও বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ