দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে নৌকার মনোনয়নপ্রার্থীদের সাথে প্রতিপক্ষের ধাওয়া ও হট্টগোলের মধ্যে দিয়ে সংবাদ সম্মেলন রোববার সন্ধ্যায় শেষ হয়েছে।
পুলিশ জানায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগ সেক্রেটারি আজাদুল ইসলাম, মাহফুজুর রহমান মনজু, মো: নুর হাকিম, আবু বকর, শাহারিয়ার লান্টু, শাহারিয়ার কবির ওই দিন বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডাকে। কিন্তু আরো তিনজন নৌকার মনোনয়নপ্রার্থী বর্তমান সংসদ সদস্য আলি আজগার টগর, হাশেম রেজা ও সাদিকুর রহমান বকুলকে আমন্ত্রণ না জানালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হট্টগোল বেধে যায়। এ সময় আশরাফ আলি নামের এক কর্মীর মোটরসাইকেল ও স্যালোইঞ্জিনচালিত আলমসাধু ভাঙচুর হয় বলে জেলা আওয়ামী লীগ সেক্রেটারি অভিযোগ করেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার পর সন্ধ্যা ৬টার দিকে বক্তব্য শুরু হয়।
সূত্র আরো জানায়, পরে স্থানীয় মঞ্জে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।