১৮দিন আগে কুষ্টিয়া শহর থেকে নিখোঁজ ব্যাটারিচালিত ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রাস্তার একটি নালা থেকে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ডিবি পুলিশ আটক তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়া মারা ব্রিজ ও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির মাঝামাঝি চুয়াডাঙ্গা-কুস্টিয়া মহাসড়কের পাশের একটি নালা থেকে এ লাশ উদ্ধার করে।
নিহত মো: সবুজ মণ্ডল (৩০)। কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারাদী এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে ও ব্যাটারিচালিত ইজিবাইক চালক।
সবুজের চাচা রাশিদুল জানান, সবুজ নিখোঁজ হওয়ার দিন লাল গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। লাল গেঞ্জি ও লুঙ্গি দেখে সবুজের লাশে কঙ্কাল বলে শনাক্ত করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলমান। বিস্তারিত পরে জানাচ্ছি।
কুষ্টিয়া মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, মুলত ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হয়। আমাদের অভিযান চলছে বিস্তারিত পরে জানানো হবে।