• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন

৫৫ কেজি স্বর্ণ উধাও

অনলাইন ডেক্স / ৩৫ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজ গুদাম থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৫৫ কেজির বেশি স্বর্ণ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না কাস্টমস কর্মকর্তারা।

 ৩ সেপ্টেম্বর এ তথ্য জানা গেছে কাস্টমস শুল্ক বিভাগ সূত্রে।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেছেন, এর জন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

শুল্ক বিভাগের সূত্রে জানা গেছে, চুরি হওয়া এসব সোনা ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ঢাকা কাস্টম হাউজের গুদামে জব্দ করা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ পাওয়া যাচ্ছে না। রোববার অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কর্তৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, কাস্টমসের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ