কুষ্টিয়ায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ২১জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। এ নিয়ে মোট ৩৭জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কুষ্টিয়ায় জানুয়ারী মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৬৪জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৯৫জন। এক গৃহবধুসহ ২জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কুষ্টিয়া জেলায় প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ রোগ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।