• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

গাংনীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

অনলাইন ডেক্স / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি নামের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে এবং খোকন আলি একই গ্রামের শুকুর আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন স্থানীয় মাদরাসার হেফজখানা কমিটির সাথে যুক্ত থাকায় হেফজখানায় দান করা ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে যান। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ছহির উদ্দিন, মিন্টু মিয়ার মেহগনি বাগানের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছহির উদ্দিন নিহত হন। ওই ঘটনায় নিহত ছহির উদ্দিনের ছেলে আখের আলী গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলাটি গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদুর রহমান এবং কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষ্য প্রদান করে। এতে আসামি ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি দোষী প্রমাণিত হয়।

মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন পল্লব ভট্টাচার্য এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও কামরুল হাসান ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ